ঢাকাSunday , 23 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

কুসুমের মনের বয়স ১৬, আসল বয়স কত?

subadmin
March 23, 2025 9:22 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ সময়ের ক্যারিয়ারে দিয়েছেন বেশ কিছু নাটক ও সিনেমা। বলা যায়, দুই পর্দায়ই সমান জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয় গুণে তো বটেই, নিজের রূপ-লাবণ্যে কখনো ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলে দেন তিনি।

কুসুম শিকদারের বয়সও যেন কখনো বাধা হতে পারেনি। দেখে বোঝার উপায় নেই তার বয়স এখন চুয়াল্লিশ! অনবদ্য রূপ-ফিটনেস এ তিনি যে এখনও এক উজ্জ্বল দৃষ্টান্ত, তা বলার বাকি রাখে না। কখনো সাহসী অবতারেও নিজেকে ধরা দেন তিনি, চমকে দেন সকলকে। এসব নিয়ে অবশ্য নানা মন্তব্যের শিকারও হন কুসুম।

সম্প্রতি একটি ইভেন্টে গিয়ে বয়স, ক্যারিয়ার নিয়ে নানা কথা বলেন কুসুম শিকদার। সেখানে জানালেন, সমালোচনাকে খুব ইতিবাচকভাবেই নেন অভিনেত্রী। এছাড়াও নিজের স্টারডম নিয়েও কথা বলেন কুসুম। তার কথায়, ‘মানুষের ভালোবাসা পাওয়া অনেক বড় অর্জন শিল্পীদের জন্য। মানুষের জন্যই আমরা কাজ করি, মানুষও আমাদের ভালোবাসে। কেউ পাগলামি করলে ইগনোর করি।’

নিজের বয়স নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়েন কুসুম শিকদার। এবারও একই জবাব দিতে হলো অভিনেত্রীকে। বলেন, ‘হ্যাঁ আমার শরীরের বয়স আপনারা জানেন। কিন্তু আমার মনের বয়স সবসময় ১৬ থেকে ১৮ থাকে, এর বেশি বাড়ে না।’

বয়সের স্পষ্ট ধারণা দিয়ে একপর্যায়ে অভিনেত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, বেঁচে থাকলে আগামী ১২ এপ্রিলে আমার বয়স হবে ৪৪।’

এই বয়সে ফিট থাকা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ পজিটিভ, অনেক হাসিখুশি থাকি, আমার মন ফ্রেশ রাখি। সঙ্গে আমি একটা জিনিস মেইনটেইন করি, যে সমস্ত কাজ বা, যে সমস্ত মানুষ আমাকে স্ট্রেস দেয় বা আমাকে কষ্ট দেয়, আমি তাদের সাথে খুব একটা উঠাবসা করি না, অ্যাভয়েড করি। যারা আসলে আমাকে পজিটিভ এনার্জি দেয়, তাদের সঙ্গেই চলি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।