• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ম্যাচের আগের দিন হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৮:৩৫

ম্যাচের আগের দিন হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তার জাতীয় দলের হয়ে খেলাকে এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের স্পেনিশ কোচ মানেলো মার্কোস।

তিনি আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলা এটা কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ার ফুটবলের জন্য ভালো।’

হামজাকে ভালো খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আমি মনে করি সে ভালো ফুটবলার। সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তারাও লিগে উঠবে। আমি যেটা অনুভব করতে পারছি, তার সতীর্থরা তার সাথে খেলতে অনুপ্রেরণা পাবে, মাঠের খেলায় এটার কি প্রভাব পড়বে, তা অবশ্য আমি জানি না।’

আরও পড়ুনঃ  বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : ওয়ানডের বদলে সব ম্যাচ টি-টোয়েন্টিতে

বাংলাদেশের হয়ে খেলবেন হামজা। অন্য দিকে ভারতে ফিরেছেন সুনীল ছেত্রী। ভারতের কিংবদন্তিকে মার্কোসই ফিরিয়েছেন দলে। সুনীলকে ফেরানোর কারণ সম্পর্কে বলেন, ‘সুনিল ভারতীয় ফুটবলে কিংবদন্তি। দলের সর্বোচ্চ গোলদাতা। আমি তাকে ডেকেছিলাম, কেননা আমরা গোল পাচ্ছিলাম না। তার ফেরাটা আমাদের জন্য দারুণ বিষয়।’

আরও পড়ুনঃ  তামিম-শান্তদের জয়ের দিনে সোহান-নাঈমের সেঞ্চুরি

আগামীকাল ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রা শুরু। প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতীয় কোচের দৃষ্টিতে, ‘সব সময় প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। আপনি (আগাম) বলতে পারবেন না, ম্যাচটা কেমন হবে, দেখা যাক। ভালো ম্যাচ হতে পারে, বাজে ম্যাচও হতে পারে। এটি ছোট পরিসরের একটা টুর্নামেন্ট, সেরা দল বাছাই পার হবে। আমরা বাংলাদেশের হারানোর চেষ্টা করব।’

আরও পড়ুনঃ  সাভার থেকে তামিমের সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

ভারত দিন পাঁচেক আগে মালদ্বীপকে হারিয়েছে। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের খেলার ধরণে ভিন্নতা থাকবে না ভারতের, ‘মালদ্বীপ, বাংলাদেশ বা অন্য যে দেশের বিপক্ষেই ম্যাচ হোক না কেন, আমাদের মনোভাব একই। দলে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু খেলার ধরন একই থাকবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675