• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বুড়ি বলে কটাক্ষ, জবাবে যা বললেন স্বস্তিকা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ১০:০৭

বুড়ি বলে কটাক্ষ, জবাবে যা বললেন স্বস্তিকা

অনলাইন ডেস্ক : বয়স কোনোদিনই লুকিয়ে রাখেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিনা মেকআপে ছবি দেন। ফ্রেকলস, বলিরেখা ঢাকা নিয়েও কোনো চিন্তা নেই তার মাঝে।

সম্প্রতি এরকমই বেশ কয়েকটি ‘নো মেকআপ’ লুকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে শেয়ার করা সেই ছবির কমেন্ট বক্সই এখন চর্চায়। হবে নাই বা কেন? সেখানেই স্বস্তিকার বয়স নিয়ে কটাক্ষ হতেই পাল্টা উত্তর দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। কপালে টিপ, নাকে নথ আর বাড়তি পাওনা মিষ্টি হাসি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বলুন তো আমি কোন দিকে?’

আরও পড়ুনঃ  কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লেখেন, ‘তুমি বুড়ি হওয়ার দিকে’। স্বস্তিকাও ছাড়বার পাত্রী নন। পাল্টা উত্তরে তিনি লেখেন, ‘আপনি কোন দিকে? আবার জন্ম নেবেন নাকি? বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’

এখানেই শেষ নয়। আর একজন তার উদ্দেশে লেখেন, ‘আপনার বয়স তো বেশি না শুনেছি। এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন? কিছু করুন’। তারও উত্তর দিয়েছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, ‘আমার ইচ্ছে। বুড়ি হতে চাই।’

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান!

স্বস্তিকার ভক্তসংখ্যা নেহাত কম নয়। তারকা হয়েও বিনা মেকআপে বারংবার তার এই ক্যামেরার সামনে আসার সাহসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। ‘সত্যরে লও সহজে’ মন্ত্রে উজ্জীবিত হয়ে অনেকেই তাকে তকমা দিয়েছেন ‘অনুপ্রেরণার’।

দিন কয়েক আগেই কলকাতা শহরে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা সহ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন স্বস্তিকা। যদিও সেরার শিরোপা তার মাথায় ওঠেনি। তা নিয়ে আফসোস তো নয়ই, বরং এক পোস্ট করেছিলেন নায়িকা।

আরও পড়ুনঃ  কাউকে অন্ধ বিশ্বাস করতে নেই!’

যেখানে তিনি লিখেছেন, ‘তনিকা জিতেছে বলে আমি বেশি খুশি। আমি জিতলে হয়তো এতটা আনন্দ হতো না। চালচিত্র সিনেমাতে ওর অভিনয় সারা জীবন মনে রাখার মতো। মেয়ে তুমি এগিয়ে যাও।’ অন্যের সাফল্যে আনন্দিত হওয়া মুখের কথা নয়। স্বস্তিকা পেরেছেন, তাই সেক্ষেত্রেও মিলেছিল বাহবা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675