• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিআরটিএ অফিসে দালাল কমবে না, থাকবেই: চেয়ারম্যান

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৮:৫০

বিআরটিএ অফিসে দালাল কমবে না, থাকবেই: চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, ‘বিআরটিএ অফিসে কখনও দালাল কমবে না। সেখানে দালাল থাকবেই।’ আর এ জন্য সেবাগ্রহীতাদেরই দায়ী করেছেন তিনি। বলেছেন, মানুষ নিজে কাজ করতে চায় না বলে দালাল ধরেন।

শুক্রবার রাজশাহীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম ও তথ্য অধিকার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করে সড়ক ও মহাসড়ক বিভাগ।

আরও পড়ুনঃ  নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল

সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘দালাল আমরা নিজেরাই তৈরি করছি। এর জন্য উচ্চপর্যায় ও নিম্নশ্রেণীর মানুষেরা দায়ী। উচ্চ পর্যায়ের লোকদের সময় নেই। সেজন্য দালালকে টাকা দিয়ে কাজ করে নেয়। আর নিম্নপর্যায়ের লোকজন নিয়মকানুন বোঝে না, অনেকে লেখাপড়া জানে না; সেজন্য দালাল ধরে। এ রকম পরিস্থিতি হলে দালাল থাকবেই।’

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন যুগ্মসচিব মোস্তাইন বিল্লাহ। এতে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, সওজের প্রধান প্রকৌশলী মো. ইসহাক প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675