• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাতটি তালা ভেঙ্গে ৩৪টি ল্যাপটপ চুরি, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৮:৫৭

সাতটি তালা ভেঙ্গে ৩৪টি ল্যাপটপ চুরি, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর একটি শোরুম থেকে ৩৪টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুই চোর তালাগুলো ভেঙ্গে ল্যাপটপ নিয়ে যায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে এ চিত্র। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা মোড়ে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে।

এই শোরুমটি রাজশাহীর নগর ভবন সংলগ্ন এবং প্রধান সড়কের পাশেই। এমন একটি স্থানে সাতসকালে দুর্ধর্ষ চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই শোরুমের মালিকের নাম আল ইয়াসিন শিমুল। নগরীর কাজলা এলাকার বাসিন্দা তিনি। ৩৪টি ল্যাপটপ চুরি হওয়ায় তাঁর অন্তত ৮ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে তিনি মামলা করেছেন।

আরও পড়ুনঃ  ঈদের আগে চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

আল ইয়াসিন শিমুল জানান, দোতলায় উঠতে গেলে প্রথমেই নিচতলায় একটি তালা খুলতে হয়। বৃহস্পতিবার সকালে তাঁর ভাতিজা দোকানে ওঠার জন্য গেলে দেখেন নিচতলায় অন্য তালা লাগানো। বিষয়টি শিমুলকে জানানো হলে তিনি মোবাইলের সঙ্গে কানেকশন থাকা সিসি ক্যামেরা চেক করেন। এ সময় তিনি দেখেন অজ্ঞাত দুই চোর নিচতলায় আলাদা তালা লাগিয়ে গেছে। এর আগে দোতলায় তার দোকানের আরও ছয়টি তালা ভেঙ্গে ভেতরে ঢুকেছে। তারা দোকান থেকে মোট ৩৪টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  বাঘায় এক বাক প্রতিবন্ধী নববধূকে স্বামীর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে

চুরির বিষয়টি পুলিশকে জানানো হলে বোয়ালিয়া থানার একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে। পরে রাতে তিনি অজ্ঞাত দুই চোরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, চুরির সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে চোরদের শনাক্ত করার কাজ চলছে। তবে শুক্রবার পর্যন্ত কোন অগ্রগতি হয়নি। দ্রুতই চোরেরা ধরা পড়বে বলে আশা করছেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675