স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
বুধবার (২৬ মার্চ) সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে, এই সময়ের মধ্যে বাংলাদেশ-ভারত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মোঃ জামিরুল ইসলাম জানান, আমদানি-রফতানিকার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে, পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।