• ঢাকা, বাংলাদেশ
  • ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালো যুবদল

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৭:৫৯

বাগমারায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালো যুবদল

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল মাঠে একই সময়ে আয়োজিত বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি ইফতার মাহফিল থেকে এক পক্ষ সরে এসেছে। ব্যাপক উত্তেজনা দেখা দেওয়ার পর যুবদল তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শুভডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তিনি বিএনপির আদর্শের লোক। এই দল করতে গিয়ে একাধিক বার কারাবাস করেছেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার মচমইল স্কুল মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। মাঠটি ব্যবহারের অনুমতি চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। তবে এর কিছুক্ষণ পর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম একই স্থানে পাল্টা ইফতার মাহফিলের আয়োজন করেন। বিদ্যালয়েরে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে তিনিও আবেদন করেন। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৫ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

তিনি সম্মেলনে বলেন, আজ দুপুরে শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক কমিটির উপজেলা শাখার সদস্য মোশারফ হোসেনের অনুরোধে তিনি সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশনা রয়েছে ২০ রমজান পর্যন্ত ইফতারের আয়োজন করতে। তা উপেক্ষা করে যুবদল নেতা অনুষ্ঠান বানচালের জন্য তারা পাল্টা অনুষ্ঠানের আয়োজন করেছেন।
তবে তিনি সংঘাত এড়াতে ও দলীয় ঐক্য ধরে রাখতে যুবদল নেতাকে অনুরোধ করেছিলেন অনুষ্ঠান স্থগিতের।

আরও পড়ুনঃ  দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

তবে অভিযোগ অস্বীকার করে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেছেন, তাঁরা আগে থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন।তাদের অনুষ্ঠানে কেন্দ্রিয় ও জেলার নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675