স্টাফ রিপোর্টার : আজ বুধবার ২৬ মার্চ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এ দিন সকাল ৯টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। এরপর সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আজ ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মাচ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে আবারও এক অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সুখি-সম্মৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া। তাই এই লক্ষ্য অর্জনে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, রামেবির কোষাধক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার, কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ সিরাজুম মুনীর, নির্বাহী প্রকৌশলী আবু মোঃ শফিউল আলম সহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর।