অনলাইন ডেস্ক : চলমান আইপিএলে কদিন আগে মাঠে ঢুকে বিরাট কোহলির পা ছুঁয়ে আলোচনায় এসেছিলেন এক ভক্ত। এবার তেমন ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল আসামের বর্ষাপাড়ায়। ম্যাচ চলাকালে নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগের এক ভক্ত।
আসামের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। অবশ্য গতকালকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান ৮ উইকেটে হেরে গেলেও তাকে নিয়ে বেশ উন্মাদনা দেখা গেছে।
ম্যাচ চলাকালীন একজন ভক্ত মাঠে ঢুকে পড়ে পরাগের পায়ে লুটিয়ে পড়েন। এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে পড়ে। কিন্তু নেটিজেনদের একাংশ ঘটনাটিকে বাঁকা নজরে দেখতে শুরু করেছেন। তারা পুরো ঘটনাটিই ‘সাজানো’ বলে কটাক্ষ ছাড়েননি। আবার কেউ কেউ এক কদম এগিয়ে রিয়ান পরাগকেও তুলোধনা করেছেন।
এদিন টসের সময় স্থানীয় সমর্থকরা রিয়ানের নামে জয়ধ্বনি তোলেন। মাইক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের করতালিতে স্টেডিয়াম মুখরিত। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তাদের সামনে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। কিন্তু পুরো ঘটনাকে ছাপিয়ে যায় কেকেআর ইনিংসের দ্বাদশ ওভারের ঘটনা। কুইন্টন ডি’ককের বল করতে যাচ্ছিলেন রিয়ান পরাগ। ঠিক তখনই বিপত্তি। এক সমর্থক মাঠে ঢুকে রাজস্থান অধিনায়কের পা ছুঁয়ে ফেলেন।
তারপরই সোশ্যাল মিডিয়ায় শুরু ট্রোলিং। কেউ কেউ কটাক্ষের সুরে লিখছেন, ‘রিয়ানের মতো খেলোয়াড়েরও ফ্যান আছে ভেবে তাজ্জব লাগছে। এত খারাপ দিনও তবে চলে এল।’ আরেকজনের কথায়, ‘বীরপুজো সংস্কৃতি আসলে একটা রোগ। ভারতীয় দলের হয়ে বেশিদিন খেলেননি রিয়ান পরাগ। মাত্র একটাই ভালো আইপিএল মৌসুম কাটিয়েছেন। আর তাতেই ভক্তের ভগবান হয়ে উঠেছেন। এর প্রতি কোনও সহানুভূতি নেই। পুরোটাই সাজানো ঘটনা।’
কেউ আবার আগ বাড়িয়ে বলেছেন, ‘নিজের প্রচারের জন্য ওই সমর্থককে ১০ হাজার টাকা দিয়েছিলেন রিয়ান।’ অর্থাৎ তাদের অভিযোগ, টাকার বিনিময়ে এই কাজ করানো হয়েছে। তবে, রিয়ানের পাশেও দাঁড়িয়েছেন অনেকে।
তাদের মতে, রিয়ানকে নিয়ে কটাক্ষ করাটা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। ঘরের মাঠে ঘরের ছেলেকে নিয়ে মাতামাতি হবেই। এ নিয়ে অবাক হওয়ার মতো কিছু নেই। যদিও এত সবের পরও রিয়ানের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, তিনি নাইটদের বিরুদ্ধে ২৫ রান করেন। অন্যদিকে, ৪ ওভারে মাত্র ২৫ রান দেন।