• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বলিউড তাঁকে কোনও ওজনদার চরিত্রের প্রস্তাব দেয় না কেন? কান-এ হেঁটে বললেন ঐশ্বর্যা

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:০৭

বলিউড তাঁকে কোনও ওজনদার চরিত্রের প্রস্তাব দেয় না কেন? কান-এ হেঁটে বললেন ঐশ্বর্যা

অনলাইন ডেস্কঃ প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে দেখা যায় যে বলিউড অভিনেত্রীকে, তিনি ঐশ্বর্যা রাই বচ্চন। রেড কার্পেটে হাঁটার সময় তাঁর সাজপোশাক নিয়েও চর্চা হয়। এ বছরও কান-এ নজর কাড়লেন তিনি। প্রথম দিন সোনালি ও ধূসর রঙের গাউনে সেজেছিলেন অভিনেত্রী, যা প্রশংসিতও হয়েছে। মূল অনুষ্ঠানে আত্মপ্রকাশ করার আগে মর্যাদাব্যঞ্জক এক উৎসবে সাক্ষাৎকার দিলেন ঐশ্বর্যা। সে দিন সেজেছিলেন ঝলমলে সবুজ পোশাকে।

তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পোন্নিয়ান সেলভান ২’ নিয়ে কথা বলছিলেন তিনি। নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্যা। তাঁর অভিনয় সাধুবাদও পেয়েছে। কিন্তু এই সম্মান তো বলিউড থেকেও আসতে পারত? পেতে পারতেন এমন কোনও ওজনদার চরিত্রের প্রস্তাব। ঐশ্বর্যার কেরিয়ার প্রসঙ্গে জমে থাকা কিছু কৌতূহলের নিরসন হল কথাপ্রসঙ্গে।

আরও পড়ুনঃ  আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

হিন্দি ছবির বহুমাত্রিক, গভীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব কেন পান না ঐশ্বর্যা? অথচ এমনই এক চরিত্র করার সুযোগ পেলেন দক্ষিণে ‘পোন্নিয়ান সেলভান ২’- তে! প্রশ্ন করতে অভিনেত্রী জবাবে বলেন, “ আমি জানি, কিছু অনুচ্চারিত প্রশ্ন আমার ক্ষেত্রে সব সময়েই ওঠে। আমি বলব, আমরা সকলেই সৃজনশীল। যখন সব কিছু খুব ভাল চলে, মনে হয় একদম ঠিক আছে সব। সমালোচক এবং দর্শকদের ভাল লাগে, সেটা এক ধরনের উদ্দীপনা জোগায়। আমার মনে হয়, পুরস্কারপ্রাপ্তির মতো আনন্দের মুহূর্ত তৈরি হয় এমন প্রশ্ন উঠলে।”

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

তিনি আরও বলেন, “মণি রত্নম বা তাঁর মতো পরিচালকদের কুর্নিশ করি এই জন্য যে, এই রকম একটা সৃষ্টি তাঁরা করতে পারেন। তাঁদের সঙ্গে কাজ করাও তাই খুব আনন্দের। যখন সেই ছবির এমন একটা ফলাফল পাওয়া যায়, মনে হয় এমন একটা কাজ করতে পেরে গর্বিত হয়েছি। ‘পোন্নিয়ান সেলভান’-এর কাজ আমাদের অসম্ভব তৃপ্তি দিয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।”

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675