ঢাকাThursday , 27 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

জাকাতের চেক বিতরণ করল ইসলামিক ফাউন্ডেশন

subadmin
March 27, 2025 9:21 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের জাকাতের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে সুবিধাভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আনিসুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার, সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহিন, ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুবিধাভোগী ব্যক্তিরা।

ইসলামিক ফাউন্ডেশন প্রতি অর্থবছরে জাকাত তহবিল থেকে দরিদ্র, অসহায় ও মেহনতী মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এবারের উদ্যোগের মাধ্যমে শতাধিক সুবিধাভোগীকে চেক বিতরণ করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছালাম খান বলেন, জাকাত শুধু অর্থ সহায়তা নয়, এটি দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার। ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ মহৎ উদ্যোগ পরিচালনা করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে। সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করা গেলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

সভাপতি আনিসুর রহমান বলেন, জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে।

বিশেষ অতিথি তৌহিদুল আনোয়ার বলেন, ইসলামিক ফাউন্ডেশন সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাকাতের চেক গ্রহণকারীদের মধ্যে অনেকে তাদের অনুভূতি প্রকাশ করেন। একজন সুবিধাভোগী বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই সহায়তা আমার পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। এর মাধ্যমে আমি ছোটখাট ব্যবসা শুরু করতে পারব।

আরেকজন বলেন, ‘আমার সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম। এই অর্থ আমার জন্য অনেক সহায়ক হবে।’

ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে জাকাত তহবিলের পরিধি আরও বাড়ানো হবে এবং আরও বেশি সংখ্যক সুবিধাভোগীর কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর জাকাত তহবিল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০