হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যাত্রাগাছী মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাড়িয়া ইউনিয়ন শাখার আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল খালেক।
সম্মানিত আলোচক হিসেবে ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী সরদার।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সদস্য আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগমারা উপজেলা শাখার আমীর মোঃ কামরুজ্জামান হারুন, ইব্রাহিম আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগমারা উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য গোলাম মুর্তজা, অধ্যাপক রেজাউল হক বাচ্চু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মাড়িয়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামীর নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।