• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিরোপার আরো কাছে বসুন্ধরা কিংস

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:২০

শিরোপার আরো কাছে বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্কঃ নিজেদের ম্যাচ জিতলে আর প্রতিদ্বন্দ্বী আবাহনী হারলে আজ লিগ শিরোপা জয় নিশ্চিত হতো বসুন্ধরা কিংসের। কিন্তু নিজেদের কাজ দারুণভাবে সারলেও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে আবাহনী জেতায় অপেক্ষা বেড়েছে চ্যাম্পিয়নদের। অবশ্য পরের ম্যাচ জিতলেই টানা চতুর্থ লিগ শিরোপা উদযাপনে মেতে উঠবে বসুন্ধরা কিংস।

আজ শুক্রবার কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে কিংস। টানা দুই হারের পর জয়ে ফিরল অস্কার ব্রুজোনের দল। গোল করেছেন মিগেল ফিগেইরা ও দরিয়েলতন গোমেজ। ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। কুমিল্লায় শেখ রাসেলের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে আবাহনী। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আকাশি-নীলরা।

আরও পড়ুনঃ  ‘চেন্নাইয়ের সাহস নেই ধোনিকে কিছু বলার’

ম্যাচের সপ্তম মিনিটে গোলরক্ষক নাঈমের দারুণ দক্ষতায় রক্ষা পায় চট্টগ্রাম আবাহনী। মিগেলের থ্রু পাস ধরে বক্সের দিকে এগোচ্ছিলেন দরিয়েলতন গোমেজ কিন্তু পোস্ট ছেড়ে বক্সের বাইরে এসে লাফিয়ে হেড করে বল ক্লিয়ার করে দেন নাঈম। অবশ্য ১৮ মিনিটেই এগিয়ে যায় কিংস। বক্সের ভেতরে দরিয়েলতনকে ফেলে দেন গোলরক্ষক নাঈম। পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি সাইমন সানি। সফল স্পট কিকে কিংসকে এগিয়ে নেন মিগেল ফিগেইরা। পেনাল্টি সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার ফরহাদ মিয়া।

আরও পড়ুনঃ  সারাদেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

৩৪ মিনিটে প্রতি আক্রমণে যায় চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে মোহাম্মদ রকির ক্রস বক্সের ভেতরে মাথাও লাগিয়েছিলেন ইকবাল হোসেন কিন্তু তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ৩৯ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করে চট্টগ্রাম আবাহনী। কিংসের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে মাঝ মাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ওজুকু ডাভিড। তার গায়ের সঙ্গে সেঁটে ছিলেন রিমন হোসেন, কিন্তু ডাভিড সময় নষ্ট করায় কিংসের বাকি ডিফেন্ডাররা দ্রুত চলে আসায় ভেস্তে যায় আক্রমণ।

মধ্যবিরতি থেকেই ফিরে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রাকিব হোসেন। রবসন রোবিনহোর ক্রস দূরের পোস্টে ক্রসবারের ওপর দিয়ে মারেন এই ফরোয়ার্ড। অবশ্যই ৫১ মিনিটে আর কোনো ভুল করেননি দরিয়েলতন গোমেজ। রোবিনহোর কর্নারে রাকিবের ব্যাক হেড দূরের পোস্টে লেগে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লিগে এটি তার ১৪তম গোল। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রবসন রোবিনহো। তাতে ব্যবধান বাড়ানো হয়নি কিংসের। শেষ দিকে দরিয়েলতন জালের দেখা পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

আরও পড়ুনঃ  এবার ‘সেমি-আর্জেন্টিনা’র বিপক্ষে খেলতে নামছেন রাফিনিয়া

গোপালগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একমাত্র গোলটি করেছেন সাজ্জাদ হোসেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675