• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিধ্বংসী সেঞ্চুরির পরও কোহলি বললেন- ‘অনেক চাপ’

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:২২

বিধ্বংসী সেঞ্চুরির পরও কোহলি বললেন- ‘অনেক চাপ’

অনলাইন ডেস্কঃ আইপিএলের মঞ্চে চার বছর পর সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ইতোমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে রাখা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকের মতেই কোহলি আর টি-টোয়েন্টিতে মানানসই নন। এমন সময়েই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে ১০০ রানের ঝড় বইয়ে দিলেন। এর আগে সর্বশেষ আইপিএল সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে। গতকাল ৬ষ্ঠ আইপিএল সেঞ্চুরি করার পরও কোহলি বললেন, তার ওপর চাপ আছে।

আরও পড়ুনঃ  নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া

বিধ্বংসী সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি। ম্যাচের শেষে তিনি বলেন, ‘এটা ষষ্ঠ সেঞ্চুরি। নিজেকে খুব বেশি কৃতিত্ব দিচ্ছি না। অনেক চাপ আছে। কে কী বলছে- সেটা নিয়ে আমি ভাবি না। সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। শেষ কয়েকটা ম্যাচে আমি রান পাইনি। নেটে যেভাবে খেলছিলাম, ম্যাচে সেটা হচ্ছিল না। তাই এই ম্যাচে কিছু করতে চেয়েছিলাম। প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলাম। টার্গেট বড় ছিল, কিন্তু আমি প্রথম থেকেই নিজের মতো খেলছিলাম।’

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

দীর্ঘ ফর্মহীনতার পর গত বছরের শেষদিকে রানে ফিরেছেন কোহলি। তবে সেটা ধারাবাহিকভাবে হচ্ছে না। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিন ৫৩৮ রান করে ফেলেছেন। তবে তার স্ট্রাইকরেট নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন, কোহলিকে জাতীয় টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে শুধু টেস্ট আর ওয়ানডে খেলানো হোক। গতকালের ইনিংস দিয়ে এসব কথার জবাব দিয়েছেন কোহলি। তার দলও এই জয়ের ফলে প্লে অফের লড়াইয়ে টিকে রইল।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675