ঢাকাFriday , 19 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বিধ্বংসী সেঞ্চুরির পরও কোহলি বললেন- ‘অনেক চাপ’

Asha Mony
May 19, 2023 10:22 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ আইপিএলের মঞ্চে চার বছর পর সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ইতোমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে রাখা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকের মতেই কোহলি আর টি-টোয়েন্টিতে মানানসই নন। এমন সময়েই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে ১০০ রানের ঝড় বইয়ে দিলেন। এর আগে সর্বশেষ আইপিএল সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে। গতকাল ৬ষ্ঠ আইপিএল সেঞ্চুরি করার পরও কোহলি বললেন, তার ওপর চাপ আছে।

বিধ্বংসী সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি। ম্যাচের শেষে তিনি বলেন, ‘এটা ষষ্ঠ সেঞ্চুরি। নিজেকে খুব বেশি কৃতিত্ব দিচ্ছি না। অনেক চাপ আছে। কে কী বলছে- সেটা নিয়ে আমি ভাবি না। সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। শেষ কয়েকটা ম্যাচে আমি রান পাইনি। নেটে যেভাবে খেলছিলাম, ম্যাচে সেটা হচ্ছিল না। তাই এই ম্যাচে কিছু করতে চেয়েছিলাম। প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলাম। টার্গেট বড় ছিল, কিন্তু আমি প্রথম থেকেই নিজের মতো খেলছিলাম।’

দীর্ঘ ফর্মহীনতার পর গত বছরের শেষদিকে রানে ফিরেছেন কোহলি। তবে সেটা ধারাবাহিকভাবে হচ্ছে না। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিন ৫৩৮ রান করে ফেলেছেন। তবে তার স্ট্রাইকরেট নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন, কোহলিকে জাতীয় টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে শুধু টেস্ট আর ওয়ানডে খেলানো হোক। গতকালের ইনিংস দিয়ে এসব কথার জবাব দিয়েছেন কোহলি। তার দলও এই জয়ের ফলে প্লে অফের লড়াইয়ে টিকে রইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০