ঢাকাFriday , 28 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বাঘার পদ্মায় ভাসমান নারীর মরদেহ উদ্ধার

subadmin
March 28, 2025 7:58 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরাজাপুর খেয়াঘাটের পাশে প্রায় সাড়ে ৪ ফুট উচ্চতার এক নারীর কালো রঙের সালোয়ার কামিজ পরা মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বাঘা থানায় খবর দেওয়া হয়। বাঘা থানার পুলিশ ও চারঘাট নৌ পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

চারঘাট নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মুনসুর রহমান বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, নৌ পুলিশ ও বাঘা থানার পুলিশ পৃথকভাবে তদন্ত করবে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০