• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জানা গেল ধোনির শেষদিকে ব্যাটিংয়ে নামার কারণ

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:২৪

জানা গেল ধোনির শেষদিকে ব্যাটিংয়ে নামার কারণ

অনলাইন ডেস্কঃ চল্লিশোর্ধ বয়সেও দারুণ খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চলতি আইপিএলে প্রতি ম্যাচেই তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামছেন। যে কারণে ধোনির ধুমধাড়াক্কা ব্যাটিং উপভোগ করতে পারছেন না দর্শকরা। সবার দাবি, ধোনিকে আরও ওপরে খেলানো হোক। এবার চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি জানালেন, ঠিক কী কারণে ধোনি ব্যাট করার সময় নীচের দিকে নামছেন।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় রদবদল

আজ শুক্রবার এক প্রশ্নের জবাবে হাসি বলেছেন, ‘ধোনি ইচ্ছা করেই নীচের দিকে ব্যাট করতে নামছে। এটা তারই পরিকল্পনা। আমরা সবাই জানি যে, ধোনির হাঁটু শতভাগ ফিট নয়। তবু প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ধোনি সেটাই করে এসেছে। আমার মতে, ১০, ১১ বা ১২ ওভারের দিকে ব্যাটিংয়ে নামার কোনো ইচ্ছা তার নেই। ওই সময় উইকেটে আসলে তাকে সিঙ্গেল-ডাবলস নিতে হবে। এতে ধোনির হাঁটুর ইনজুরি আরও বেড়ে যাবে।’

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক পাকিস্তান

উল্লেখ্য, প্রায় প্রতি ম্যাচের আগে এবং পরে দেখা যাচ্ছে যে ধোনির ডান পায়ে আইস প্যাক বাঁধা। এভাবেই তিনি খেলে যাচ্ছেন। হাসি আরও বলেন, ‘ধোনি যতটা সম্ভব দেরিতে ব্যাটিংয়ে নামার চেষ্টা করছে, যাতে ইনিংসের শেষদিকে ইমপ্যাক্ট রাখতে পারে। সে সবসময় শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডুদের মতো ক্রিকেটারদের পাশে থাকে। তাদের ওপর বিশ্বাস রাখে। ধোনি জানে, সে নামার আগে দলের আসল কাজটা এরাই করে দেবে।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675