• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘চেন্নাইয়ের সাহস নেই ধোনিকে কিছু বলার’

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ১:৪৩

‘চেন্নাইয়ের সাহস নেই ধোনিকে কিছু বলার’

অনলাইন ডেস্ক : চেন্নাই সুপার কিংসের হারের পর সেই দলের কোচেদের সমালোচনা করলেন মনোজ তিওয়ারি। তাঁর মতে চেন্নাই দলের ম্যানেজমেন্টের সাহস নেই মহেন্দ্র সিংহ ধোনিকে আগে ব্যাট করতে বলার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হারের পর সেই দলের কোচেদের সমালোচনা করলেন মনোজ তিওয়ারি। তাঁর মতে চেন্নাই দলের ম্যানেজমেন্টের সাহস নেই মহেন্দ্র সিংহ ধোনিকে আগে ব্যাট করতে বলার।

চিপকে শুক্রবার চেন্নাই ৫০ রানে হেরে যায় বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচে ন’নম্বরে নেমে ধোনি ১৬ বলে ৩০ রান করেন। কিন্তু ধোনি যে সময় ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল চেন্নাইয়ের। মনোজ বলেন, “আমি জানি না ধোনির মতো ব্যাটার যে, ১৬ বলে ৩০ রান করতে পারে, সে কেন আরও ওপরে ব্যাট করতে পারে না। চেন্নাই তো জেতার জন্যই খেলতে নামছে? চেন্নাইয়ের কোচেদের সাহস নেই ধোনিকে উপরের দিকে ব্যাট করতে বলার। ও যেটা ঠিক করবে, সেটাই হবে।”

আরও পড়ুনঃ  বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডেও হামজার দুর্দান্ত প্রত্যাবর্তন

শুক্রবার প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৯৬ রান করে। সেই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের প্রথম দিকের ব্যাটারেরা জুটি গড়তে পারেননি। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট চলে যায় তাদের। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটার ধোনির আগে ব্যাট করতে নামে। যা মেনে নেওয়া কঠিন। ১৬তম ওভারে ব্যাট করতে নামেন ধোনি। সেই সময় প্রায় ১০০ রান বাকি ছিল চেন্নাইয়ের। যা করা কঠিন ছিল। শেষ পর্যন্ত ৫০ রানে হেরে যায় চেন্নাই।

আরও পড়ুনঃ  মাঠে ঢুকে ভক্তের কাণ্ড, টাকা দিয়ে সাজানো নাটক বলছেন অনেকে

গত বছরও ধোনি নীচের দিকে ব্যাট করতে নামছিলেন। সেই সময়ও সমালোচনা হয়েছিল। বীরেন্দ্র সহবাগ বলেন, “চেন্নাই এবং ধোনি মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। ধোনি খুব বেশি বল খেলবে না। ১৭ বা ১৮ ওভারের আগে ব্যাট করতে নামে না ও। আমি অবাক হইনি। তবে বেঙ্গালুরু যে ভাবে খেলছিল, তাতে ধোনি আগে নামলেও খুব বেশি কিছু হত বলে মনে হয় না।”

আরও পড়ুনঃ  সারাদেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

টি-টোয়েন্টি কেরিয়ারে দ্বিতীয় বার ন’নম্বরে ব্যাট করতে নেমেছেন ধোনি। গত বছর পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধর্মশালায় ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সে বার হর্ষল পটেলের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675