অনলাইন ডেস্ক : গায়ে নিউজিল্যান্ডের জার্সি। জার্সির পেছনের নামটা একেবারেই পাকিস্তানি ধরনের। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজে মুহাম্মদ আব্বাসের দিকে আলাদা একটা নজর ছিলোই। বাবা আজহার আব্বাস যে পাকিস্তানি। মুহাম্মদ আব্বাস নিজেও জন্মেছেন সিন্ধু নদী পাড়ের দেশে।
আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। যদিও শেষ পর্যন্ত থিতু হয়েছেন নিউজিল্যান্ডে। আর সেই সুবাদেই মোহাম্মদ আব্বাসের বেড়ে ওঠা নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে। আজ নিউজিল্যান্ডের হয়ে হলো ওয়ানডে অভিষেক। কাকতালীয়ভাবে সেটাও পাকিস্তানেরই বিপক্ষে।
আর সেখানেই কি না বিশ্বরেকর্ড গড়ে ফেললেন আব্বাস! ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড এখন তারই। ইনিংসের ৪২ তম ওভারে উইকেটে এসেছিলেন আব্বাস। ফিফটি তুলে নেন মাত্র ২৪ বলে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ২৬ বলে ৫২। এটাই এখন ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির নয়া বিশ্ব রেকর্ড।
আব্বাসের আগে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের। দুজনেই খেলেছিলেন ২৬ বল।
গত ফেব্রুয়ারিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। এই সিরিজে ডাক পাওয়ার আগে সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। প্রায় ৩৫ গড়ে আব্বাস রান করেছেন ৪৫৪, উইকেট পেয়েছেন ৫টি। যে প্রতিভার সম্ভাবনা নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড দেখেছে, প্রথম ম্যাচেই তার সবটা জানান দিলেন মোহাম্মদ আব্বাস।
নিউজিল্যান্ড অবশ্য এদিন বড় স্কোর গড়েছে মার্ক চ্যাপম্যানের ১৩২ আর ড্যারিল মিচেলের ৭৬ রানের সুবাদে। ৫০ ওভারে ব্ল্যাকক্যাপসদের রান ছিল ৩৪৪। পাকিস্তানের হয়ে ৩ উইকেট ইরফান খানের। আর দুটি করে উইকেট ছিল হারিস রউফ ও আকিফ জাভেদের। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ২৭১ রানে। সফরকারীদের হার ৭৩ রানে।