• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন করলো মানবাধিকার সংগঠন

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:৪২

হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন করলো মানবাধিকার সংগঠন

আরিফুল ইসলাম, রাজশাহী: অদ্য ২৯ শে মার্চ ২০২৫ তারিখ শনিবার ২৮ রমজান বিকাল ৩ ঘটিকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মানবাধিকারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এ মহতী উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের ঈদ উদযাপনকে আনন্দময় করার প্রয়াস চালানো হয়।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মায় ভাসমান নারীর মরদেহ উদ্ধার

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, রাবি চিকিৎসা সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন মুক্তার, মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ মানবাধিকারের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  বাগমারায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া উচিত। এ আয়োজনের মাধ্যমে আমরা কিছুটা হলেও সেই আনন্দ ভাগ করে নিতে চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা দরিদ্রদের পাশে থাকব।”

এই কর্মসূচির আওতায় ৫৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, পোশাক, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় ঈদ উপহার বিতরণ করা হয়। স্থানীয় জনগণ ও উপকারভোগীরা এই মহৎ উদ্যোগের জন্য মানবাধিকার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বাগমারায় সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

উল্লেখ্য, মানবাধিকারের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675