আরিফুল ইসলাম, রাজশাহী: অদ্য ২৯ শে মার্চ ২০২৫ তারিখ শনিবার ২৮ রমজান বিকাল ৩ ঘটিকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মানবাধিকারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এ মহতী উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের ঈদ উদযাপনকে আনন্দময় করার প্রয়াস চালানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, রাবি চিকিৎসা সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন মুক্তার, মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ মানবাধিকারের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া উচিত। এ আয়োজনের মাধ্যমে আমরা কিছুটা হলেও সেই আনন্দ ভাগ করে নিতে চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা দরিদ্রদের পাশে থাকব।”
এই কর্মসূচির আওতায় ৫৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, পোশাক, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় ঈদ উপহার বিতরণ করা হয়। স্থানীয় জনগণ ও উপকারভোগীরা এই মহৎ উদ্যোগের জন্য মানবাধিকার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মানবাধিকারের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।