ঢাকাSaturday , 29 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

জীবিকার তাগিদে চৈত্রের রোদে

subadmin
March 29, 2025 7:41 pm
Link Copied!

সবুজ সরকার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: চৈত্র ফিরেছে তার আপন চরিত্রে। শীত শীত ভাের শেষে সকালেই চোখ রাঙাচ্ছে সূর্য্যি মামা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে তাপের দাপট।
মধ্যদুপুরে বসন্তের বাতাস চোখে-মুখে লাগলে চৈত্রের তাপটা ভালোই টের পাওয়া যাচ্ছে। তৃষ্ণান্ত পক্ষীকূল ব্যস্ত জলাশয়ের সন্ধানে। ক্লান্ত পথিক খুঁজে ফেরে কোনো গাছের ছায়াশীতল আশ্রয়।

ইতিমধ্যেই উত্তরের জেলা নওগাঁয় মৃদৃ তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যের তাপ মাথায় নিয়ে জেলার নিয়ামতপুর উপজেলার বটতলী এলাকার মাঠে শতশত মানুষকে দেখা গেল আলু কুড়াতে। জীবন তাদের নিয়ে এসেছে এই মাঠে জীবিকার টানে।

সুবাশ চন্দ্র নামে একজন বললেন, আলুচাষীদের আলু তোলা শেষ হলে পতিত জমি থেকে আমরা আলু কুড়াই। এসব রোদকে দেখলে আমাদের চলে না। পেটের তাগিদে আর জীবনের প্রয়োজনে চৈত্রের এই রোদেও আলু কুড়াতে হয়।
মাঠের অদূরে রাস্তার পাশে গাছের ছায়ায় বসেছিলেন কয়েকজন। কাছে যেতেই বসতে বললেন। তাদের মধ্যে একজন সুকোল সরেন। বললেন, খুব রোদ পড়েছে আজ। চৈত্র মাসের রোদতো। চোখে মুখে এসে লাগে। তাই গাছের তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছি। শরীরডা ঠান্ডা হলে আবার আলু কুড়াতে যাব।
সেখানে থেকে ফেরার পথে মনে পড়লো

আবু জাফর ওবায়দুল্লাহ এর ‘মাগো ওরা বলে’ কবিতার লাইন-
“এখন মা’র চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের।”
কবিতার “শকুনিদের” মতো এই চৈত্রের রোদ আমাদের হিংসা -বিদ্বেষ, কুলষ-কালিমা, লোভ- লালসা, আত্মঅহংকারকে পুড়িয়ে ছারখার করে দিয়ে যাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০