• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জীবিকার তাগিদে চৈত্রের রোদে

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৭:৪১

জীবিকার তাগিদে চৈত্রের রোদে

সবুজ সরকার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: চৈত্র ফিরেছে তার আপন চরিত্রে। শীত শীত ভাের শেষে সকালেই চোখ রাঙাচ্ছে সূর্য্যি মামা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে তাপের দাপট।
মধ্যদুপুরে বসন্তের বাতাস চোখে-মুখে লাগলে চৈত্রের তাপটা ভালোই টের পাওয়া যাচ্ছে। তৃষ্ণান্ত পক্ষীকূল ব্যস্ত জলাশয়ের সন্ধানে। ক্লান্ত পথিক খুঁজে ফেরে কোনো গাছের ছায়াশীতল আশ্রয়।

ইতিমধ্যেই উত্তরের জেলা নওগাঁয় মৃদৃ তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যের তাপ মাথায় নিয়ে জেলার নিয়ামতপুর উপজেলার বটতলী এলাকার মাঠে শতশত মানুষকে দেখা গেল আলু কুড়াতে। জীবন তাদের নিয়ে এসেছে এই মাঠে জীবিকার টানে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায়  ইভটিজিংকে কেন্দ্র করে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

সুবাশ চন্দ্র নামে একজন বললেন, আলুচাষীদের আলু তোলা শেষ হলে পতিত জমি থেকে আমরা আলু কুড়াই। এসব রোদকে দেখলে আমাদের চলে না। পেটের তাগিদে আর জীবনের প্রয়োজনে চৈত্রের এই রোদেও আলু কুড়াতে হয়।
মাঠের অদূরে রাস্তার পাশে গাছের ছায়ায় বসেছিলেন কয়েকজন। কাছে যেতেই বসতে বললেন। তাদের মধ্যে একজন সুকোল সরেন। বললেন, খুব রোদ পড়েছে আজ। চৈত্র মাসের রোদতো। চোখে মুখে এসে লাগে। তাই গাছের তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছি। শরীরডা ঠান্ডা হলে আবার আলু কুড়াতে যাব।
সেখানে থেকে ফেরার পথে মনে পড়লো

আরও পড়ুনঃ  ভোলাহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আবু জাফর ওবায়দুল্লাহ এর ‘মাগো ওরা বলে’ কবিতার লাইন-
“এখন মা’র চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের।”
কবিতার “শকুনিদের” মতো এই চৈত্রের রোদ আমাদের হিংসা -বিদ্বেষ, কুলষ-কালিমা, লোভ- লালসা, আত্মঅহংকারকে পুড়িয়ে ছারখার করে দিয়ে যাক।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675