• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৭:৫৪

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ১নং সদর ইউনিয়ন ও ২নং গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে আয়োজনে শনিবার (২৯ মার্চ ২০২৫) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য-সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২, শিল্প বাণিজ্য বিষয়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম (আমিন)। এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি ও বার বার জনগণের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

আরও পড়ুনঃ  জীবিকার তাগিদে চৈত্রের রোদে

উপজেলা বিএনপির সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক, এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির কাউন্সিলার দুরুল হোদা, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলার আশরাফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ মাসুম ও একই উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা নেত্রী রেশমাতুল আরস রেখা, যুবদলের আহবায়ক বেলাল উদ্দিন ও সদস্য সচিব ও ভোলাহাট আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মুনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ভোলাহাট ইউসিসিএলিঃ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরাফাত রহমান সানিসহ বিএনপি সহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠন, উপজেলার ৪ ইউনিয়নের আহ্বায়ক-সদস্য সচিব নেতাকর্মীগণ এবং হাজার হাজার সাধারণ মানুষ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আতশবাজি কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

এ সময় বক্তরা বলেন, দীর্ঘ ১৭ টি বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আওয়ামীলীগ আমাদেরকে বিভিন্ন মিথ্যা এবং গায়েবি মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এরা আমাদের নেতাকর্মীদেরকে ঘরে থাকতে দেইনি, সন্তানকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করেছে। সেই স্বৈরাচার আওয়ামীলীগের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। যে আওয়ামীলীগ আমাদেরকে দমন নিপীড়ন করেছে তাদের সঙ্গে কখনো আমরা আপোষ, বন্ধুত্ব করতে পারি না বলে বজ্র কণ্ঠে আওয়াজে মুখরিত করে তোলেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের পরলোক গমন

এ সময়ে ইফতারের আগ মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সন্ন্যাসীতলা-মেডিকেলমোড় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আরমান আলী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675