• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:১১

নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা চলছে। কখনও ডিসেম্বর, কখনও জুন, কখনও মার্চ বলে জনগণের সঙ্গে তামাশা করছে। সংস্কারের নামে জনগণের সঙ্গে টালবাহানা করা হচ্ছে, সংস্কারের নামে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থানের যে বিপ্লব আমরা অর্জন করেছি, গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করেছি, সেটা নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে।’

রিজভী আরও বলেন, ‘জুলাই–আগস্টে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের বিচার আমরাও চাই। কিন্তু সে বিচার করতে কত বছর লাগবে? এক থেকে দেড় বছরেই তো বিচার করা সম্ভব। কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে। সংস্কারের নামে জনগণের সঙ্গে তামাশা করছে অন্তর্বর্তী সরকার।’

আরও পড়ুনঃ  ট্রেন দেখতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় নানা-নাতনির মৃত্যু

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘যে দল ৭১–এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাইতে পারে; কিন্তু যেসব ছেলে বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায়, এটাই আমার প্রশ্ন। গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে, কিন্তু ২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি; স্বাধীনতা তো অর্জন হয়েছে ১৯৭১ সালে।’

আরও পড়ুনঃ  নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল

সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে তারেক রহমানের পক্ষ থেকে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, লাচ্ছা সেমাই, চিনি, তেল, চাল, খেজুর, ডাল, দুধ ইত্যাদি। এ ছাড়া জুলাই–আগস্ট অভ্যুত্থানে নিহত ৮ জন ও আহত ৫০ জনের পরিবার ও পোশাক বাবদ স্থানীয় আলেম ওলামাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের পরলোক গমন

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্যসচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675