• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সৌদির সাথে মিল রেখে পুঠিয়ার একটি গ্রামে ঈদ পালন

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ১২:০৭

সৌদির সাথে মিল রেখে পুঠিয়ার একটি গ্রামে ঈদ পালন

স্টাফ রিপোর্টার : সৌদির সাথে মিল রেখে রাজশাহী পুঠিয়া পৌরসভা এলাকার কৃষ্ণপুর গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। নামাজে মুসল্লিদের উপস্থিত ছিলো মোট ১৯ জন । পুরুষ মুসলি ১৬ জন এবং মহিলাদের উপস্থিত ৩ জন।

আরও পড়ুনঃ  তারেক রহমানের উপহার নিয়ে অসুস্থ দম্পত্তির পাশে বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন

ঈদের নামাজ আদায় করা একাধিক ব্যক্তি জানান, আমি এই বছরে প্রথম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন তারা।

ইমাম মোঃ রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না। চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উঠে, সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা। সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয় একথা বলা হয়। আমরা ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর আগে থেকে। আগে মুসলি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় দুই তিন বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675