• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৪:৪৩

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক : ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। রোববার ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইসরায়েলি সীমান্তে প্রবেশের আগ মুহূর্তে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিদেশিদের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড বাধ্যতামূলক থাইল্যান্ডে

এর মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেমের পার্শ্ববর্তী কয়েকটি শহর ও পশ্চিম তীরে হামলার উচ্চ সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এসব এলাকায় দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয় আইডিএফ।

আরও পড়ুনঃ  ঈদের দিনেও দখলদার ইসরায়েলের হামলা, প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

গত ১৮ মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় নতুন করে আরও প্রায় এক হাজার ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর নতুন অভিযানের প্রতিশোধে সেদিন ইসরায়েলে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ নিয়ে গত কয়েক দিনে অষ্টম বারের মতো ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী।

আরও পড়ুনঃ  মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি হামলার প্রতিশোধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহরে অন্তত তিনবার হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675