• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৫:১০

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিইয়ার লিগে (আইপিএল) গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে ৪ বলে ৮ রান করেছেন রোহিত শর্মা। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ম্যাচ খেলতে নামার সময়ই একটা রেকর্ড গড়েছেন তিনি।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইতিহাস গড়লেন রোহিত। ২০০৭ সালে মুম্বাইয়ের হয়ে বারোদার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত। সে বছর ২০ ওভারের ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  যে ৫ দেশের হয়ে খেলার সুযোগ পাবে রোনালদোর ছেলে

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। তার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। তবে আইপিএল খেলছেন। গতকাল শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের ৪৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাইলফলক স্পর্শ করলেন রোহিত।

আরও পড়ুনঃ  বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডেও হামজার দুর্দান্ত প্রত্যাবর্তন

এই তালিকায় রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের সাবেক অধিনায়ক এখনও পর্যন্ত ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আরও পড়ুনঃ  হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

তালিকায় চতুর্থ স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ভারতকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এই অধিনায়ক এখনও পর্যন্ত খেলেছেন ৩৯৩টি ২০ ওভারের ম্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না।সাবেক এই অলরাউন্ডারের খেলা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৩৩৬।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
পরীমণির হাতে ‘এস’, ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675