ঢাকাSaturday , 20 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ২০ বছর বয়সেই চলে গেলেন ইশিতা সুরানা

Asha Mony
May 20, 2023 9:46 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ বাংলা ধারাবাহিকের প্রযোজকদের তালিকায় অশোক সুরানা নামটা আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন অনেকেই। তার মৃত্যুর পর ‘আকাশ আট’ চ্যানেলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তার বড় মেয়ে ইশিতা সুরানা। এবার সকলকে কাঁদিয়ে বাবার পথে অকালেই পাড়ি দিলেন মেয়ে ইশিতা সুরানা।

১৯ মে শুক্রবার আচমকাই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় আকাশ আট চ্যানেলের কর্ণধার ইশিতা সুরানার।

পরিবারে স্বামী এবং যমজ কন্যাসন্তানকে রেখে গেলেন ইশিতা। তার এই আচমকা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী থেকে পরিচালক রিঙ্গো সহ আরও অনেকেই।
মাত্র ২০ বছর বয়সে বাবার হাত ধরে মিডিয়া জগতে পা রাখেন ইশিতা। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিনোদনের এই জগতটা বরাবরই খুব টানতো তাকে।

ক্যারিয়ারের প্রথম দিকে একাধিক অন্যান্য চ্যানেলে ধারাবাহিক প্রযোজনা করেছেন তিনি। এরপর আকাশ আট চ্যানেলের দায়িত্ব বর্তায় তার ওপর।
আজ যেখানে একাধিক বাংলা বিনোদন চ্যানেলের কর্ণধার থেকে প্রযোজক বাঙালি হওয়া সত্ত্বেও বিশেষ আগ্রহ দেখাননা বাংলা সাহিত্যের প্রতি, সেখানে অবাঙালি সুরানা পরিবারের বাবা-মেয়ে যেন এক ব্যতিক্রম। যে ‘সাহিত্যের সেরা সময়’ অশোক সুরানার ব্রেনচাইল্ড তাকে নতুন ভাবে পর্দায় আনলেন ইশিতা।

বাংলা সাহিত্য অনুরাগী ইশিতা আকাশ আটের পর্দায় এনেছেন সদ্যপ্রয়াত সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘দীপাবলির সাতকাহন’ থেকে প্রচেত গুপ্তর ‘ঝিলডাঙার কন্যা’। ধারাবাহিকের প্রধান দর্শক যে ছাত্রছাত্রীরা নয় বরং ৩৫ এর চেয়ে বেশি বয়সি নারীরা, এই সত্যকে কখনও অস্বীকার করেননি ইশিতা। তাদের কথা মাথায় রেখেই ‘বাংলার ব্রতকথা’, ‘জগজ্জননী মা সারদা’ সহ একাধিক পৌরাণিক ধারাবাহিকও আকাশ আটের পর্দায় দেখিয়েছেন তিনি।
শনিবার (২০ মে) আকাশ আটের দপ্তরে আনা হয় ইশিতা সুরানার মরদেহ। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান আকাশ আটের কর্মী থেকে শুরু করে শিল্পীরা অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০