• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাত্র ২০ বছর বয়সেই চলে গেলেন ইশিতা সুরানা

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ৯:৪৬

মাত্র ২০ বছর বয়সেই চলে গেলেন ইশিতা সুরানা

অনলাইন ডেস্কঃ বাংলা ধারাবাহিকের প্রযোজকদের তালিকায় অশোক সুরানা নামটা আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন অনেকেই। তার মৃত্যুর পর ‘আকাশ আট’ চ্যানেলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তার বড় মেয়ে ইশিতা সুরানা। এবার সকলকে কাঁদিয়ে বাবার পথে অকালেই পাড়ি দিলেন মেয়ে ইশিতা সুরানা।

১৯ মে শুক্রবার আচমকাই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় আকাশ আট চ্যানেলের কর্ণধার ইশিতা সুরানার।

পরিবারে স্বামী এবং যমজ কন্যাসন্তানকে রেখে গেলেন ইশিতা। তার এই আচমকা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী থেকে পরিচালক রিঙ্গো সহ আরও অনেকেই।
মাত্র ২০ বছর বয়সে বাবার হাত ধরে মিডিয়া জগতে পা রাখেন ইশিতা। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিনোদনের এই জগতটা বরাবরই খুব টানতো তাকে।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

ক্যারিয়ারের প্রথম দিকে একাধিক অন্যান্য চ্যানেলে ধারাবাহিক প্রযোজনা করেছেন তিনি। এরপর আকাশ আট চ্যানেলের দায়িত্ব বর্তায় তার ওপর।
আজ যেখানে একাধিক বাংলা বিনোদন চ্যানেলের কর্ণধার থেকে প্রযোজক বাঙালি হওয়া সত্ত্বেও বিশেষ আগ্রহ দেখাননা বাংলা সাহিত্যের প্রতি, সেখানে অবাঙালি সুরানা পরিবারের বাবা-মেয়ে যেন এক ব্যতিক্রম। যে ‘সাহিত্যের সেরা সময়’ অশোক সুরানার ব্রেনচাইল্ড তাকে নতুন ভাবে পর্দায় আনলেন ইশিতা।

আরও পড়ুনঃ  শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া

বাংলা সাহিত্য অনুরাগী ইশিতা আকাশ আটের পর্দায় এনেছেন সদ্যপ্রয়াত সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘দীপাবলির সাতকাহন’ থেকে প্রচেত গুপ্তর ‘ঝিলডাঙার কন্যা’। ধারাবাহিকের প্রধান দর্শক যে ছাত্রছাত্রীরা নয় বরং ৩৫ এর চেয়ে বেশি বয়সি নারীরা, এই সত্যকে কখনও অস্বীকার করেননি ইশিতা। তাদের কথা মাথায় রেখেই ‘বাংলার ব্রতকথা’, ‘জগজ্জননী মা সারদা’ সহ একাধিক পৌরাণিক ধারাবাহিকও আকাশ আটের পর্দায় দেখিয়েছেন তিনি।
শনিবার (২০ মে) আকাশ আটের দপ্তরে আনা হয় ইশিতা সুরানার মরদেহ। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান আকাশ আটের কর্মী থেকে শুরু করে শিল্পীরা অনেকেই।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675