• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ১:২৭

বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। সোমবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ চাপা দেওয়া হয়।

নিহত দুজন হলো শরিফুল ইসলাম (৩২) ও তাঁর তিন বছর বয়সী মেয়ে সেজদা। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল তাঁর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

যুবকের প্রাণহানি: শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অলোক সরকার (২০)। তিনি উপজেলার হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন একই গ্রামের জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯)। জয়ন্তকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলোককে মৃত ঘোষণা করেন।

২ যুবক আহত: দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। এতে মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) নামের দুই যুবক আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ  বাঘায় এক বাক প্রতিবন্ধী নববধূকে স্বামীর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে

শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

মেয়ের ছবি শেয়ার করে যা বললেন রাধিকা আপ্তে
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
গাজায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675