• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’, নিয়ম ভেঙেছেন অস্ট্রেলিয়ায়!

প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৩:৪০

‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’, নিয়ম ভেঙেছেন অস্ট্রেলিয়ায়!

অনলাইন ডেস্ক : মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে এখনও বিতর্ক তুঙ্গে। আয়োজকেরা টাকা নিয়ে পালিয়েছেন, নেহার এই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন আয়োজকেরা।

মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে বিপাকে পড়েন নেহা কক্কর। দর্শককে তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখে মঞ্চে পৌঁছেছিলেন নেহা। তার পর দর্শকরাই কটাক্ষ করে বলেছিলেন, “এটা ভারত নয়। এখানে এ সব চলবে না।” মঞ্চেই হাউহাউ করে কাঁদতে শুরু করেন নেহা। তখন দর্শকেরা বলেছিলেন, “এটা ইন্ডিয়ান আইডল নয়। নাটক করবেন না।” পরে অনুষ্ঠানের আয়োজকদের উপরেই দোষারোপ করেন তিনি। নেহার অভিযোগ, অনুষ্ঠানের আয়োজকেরা তাঁর টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ  মেয়ের ছবি শেয়ার করে যা বললেন রাধিকা আপ্তে

আয়োজকেরাও ছেড়ে দেননি। তাঁদের দাবি, নেহার জন্য তাঁদের ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যেই নেহার একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। ‘গুড়ি পাড়ওয়া’ উপলক্ষে নেহা দু’টি ছবি ভাগ করে নিয়েছেন। ছবিতে সাবেক সাজে দেখা যাচ্ছে গায়িকাকে। তাঁর পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ়। নিজের বাড়ির মন্দিরের সামনে এই সাজেই বসে ছবি তুলেছেন নেহা। সেই ছবি ভাগ করে নিয়ে নেহা লেখেন, “দেবী মা সব সময় তার সঙ্গে আছেন। তাই সে আশীর্বাদধন্য।” এখানে ‘সে’ বলতে নিজের কথাই বলতে চেয়েছেন নেহা কক্কর।

আরও পড়ুনঃ  অস্কারে যাওয়া ‘লাপাতা লেডিজ’ আরব ছবির নকল!

মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে এখনও বিতর্ক তুঙ্গে। আয়োজকেরা টাকা নিয়ে পালিয়েছেন। নেহার এই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন আয়োজকেরা। তাঁদের দাবি, নেহাকে অনুষ্ঠানের জন্য ডেকে তাঁরাই বিরাট ভুল করেছেন। নেহা নাকি এমন সব কাণ্ড ঘটিয়েছেন, যা অস্ট্রেলিয়ায় নিয়ম-বর্হিভূত।এই সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, নেহার এই অনুষ্ঠানের পর তাঁরা দেনার দায়ে ডুবে গিয়েছেন। নেহাকে আমন্ত্রণ জানানোই তাঁদের ভুল ছিল বলে আক্ষেপও করেছেন আয়োজকেরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675