অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম বিশ্ব। বিভিন্ন অঙ্গনের তারকারা ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
সেই ছবি নিয়েই তোপের মুখে পড়লেন তারকা এই ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে বাবরের ড্রেস সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করার পর উমায়ের নামের একজন লিখেছেন ‘দুপাট্টা কেদার হ্যায় তেরা’। অর্থাৎ দুপাট্টা কোথায়? আরেকজন লিখেছেন, মেয়েদের সালোয়ার কামিজ পরা কি জরুরি ছিল? অন্য কিছু পরা যেত। এটাতো কুর্তা পায়জামা কাম সালোয়ার কামিজ।
এর মধ্যে বাবরের ব্যাটে রান খরার প্রসঙ্গটাও টেনে আনছেন কেউ। একজন লিখেছেন, ব্যাটিং ভালো না, ইংরেজি ভালো না; ড্রেসিং সেন্সও…!!! কেউ কেউ আবার ডিজাইনার পরিবর্তনের পরামর্শও দিয়েছেন। লিখেছেন, ঈদ মোবারক বাবর। ডিজাইনারকে ছাঁটাই করে নতুন কাউকে আনো।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর তোপের মুখে পড়েন বাবর আজম। ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। যদিও চলমান ওয়ানডে সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৮৩ বলে ৭৮ রানের ইনিংস খেললেও দল জিততে পারেনি।