• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিয়ের ১৪ দিন পর বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৫:৫৪

বিয়ের ১৪ দিন পর বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

স্থানীয় বাসিন্দারা জানান, নিজ বাড়িতে সদ্য নির্মিত ঢালাই করা মেঝেতে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন হাবিব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন মেইন সুইচ বন্ধ করে দেন। পরে হাবিবকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মোবাইল ব্যবহারে মগ্ন, ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

তারা আরও জানান, ১৪ দিন আগে হাবিব বিয়ে করেছিলেন। শ্বশুরবাড়ির লোকজন আসবে তাই তিনি সকাল থেকে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

আরও পড়ুনঃ  ঈদ সামনে রেখে বগুড়াসহ উত্তরাঞ্চলে মাদক ব্যবসায়ীরা সক্রিয়

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675