• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মার্কিন-রুশ সম্পর্ক স্বাভাবিকীকরণে দ্বিতীয় বৈঠকের ভেন্যু নির্ধারণ

প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৮:৫৪

মার্কিন-রুশ সম্পর্ক স্বাভাবিকীকরণে দ্বিতীয় বৈঠকের ভেন্যু নির্ধারণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিকীকরণে দ্বিতীয় বৈঠকের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

তিনি জানান, রাশিয়ার সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় বৈঠক তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সের্গেই ল্যাভরভ বৈঠকের সঠিক তারিখ জানাননি। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে ইঙ্গিত করেন। পুতিন তাকে এবং প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অগ্রগতি সম্পর্কে ব্রিফিং দিতে বলেছিলেন। সেই কারণেই পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আরও পড়ুনঃ  মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন

পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ইঙ্গিতের মর্মার্থ এমন, পুতিন ফের অনুমতি দিলে বৈঠকের বিষয়ে আরও তথ্য দেওয়া যাবে।

ল্যাভরভ জোর দিয়ে বলেন, রাশিয়া এবং আমেরিকা বর্তমানে তিনটি বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করছে। ইউক্রেনের সংঘাতের সমাধান খুঁজে বের করা, এখন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার উপর স্থগিতাদেশ মোকাবেলা করা, কৃষ্ণ সাগরে অবাধ চলাচল পুনরুদ্ধার এবং দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগজনক অবস্থা অপসারণ।

আরও পড়ুনঃ  সৌদিসহ ১১ দেশে আজ ঈদ উদযাপন

ল্যাভরভের জানান, এই উত্তেজনাগুলো ওয়াশিংটনে রাশিয়ান দূতাবাস এবং মস্কোতে মার্কিন দূতাবাসের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে ব্যাহত করছে। ইস্তাম্বুলে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এখন দ্বিতীয় সভার আয়োজন চলছে। ইতিমধ্যে, ফোন কল এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দেশের কর্মকর্তারা যোগাযোগ অব্যাহত রেখেছেন।

আরও পড়ুনঃ  বিদেশিদের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড বাধ্যতামূলক থাইল্যান্ডে

গত ২৭ ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ান এবং মার্কিন প্রতিনিধিদল তাদের নিজ নিজ দূতাবাসের কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্য ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেট জেনারেলের বাসভবনে বৈঠক করেন। ওই বৈঠকে পারস্পরিক নানা ইস্যুতে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675