স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে রবিউল ইসলাম রুবেল (৩০) নামের এক ব্যক্তির হাঁসুয়ার কোপে তাঁর ভাতিজা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর রুবেল পালিয়েছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রবিউলের মেয়ের কাছে এক গ্লাস পানি চেয়েছিলেন কাওসার। তখন মেয়েটি তাঁকে পানি দেয়নি। তাতে রাগান্বিত হয়ে চাচাতো বোনকে চড় মেরেছিলেন কাওসার।
মেয়েকে চড় মারতে দেখে রেগে যান রবিউল। তিনি হাঁসুয়া নিয়ে এসে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাঁকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়।
ওসি বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাওসারের মা কাজল রেখা বাদী হয়ে রবিউল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।