• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মোবাইল ব্যবহারে মগ্ন, ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:৩৫

মোবাইল ব্যবহারে মগ্ন, ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর রেলস্টেশন সংলগ্ন মোগড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ান। এ সময় তারা মোবাইল ব্যবহারে মগ্ন ছিলেন এবং রেললাইনের ওপরে ঝুলে থাকা ডিসের তারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া অপর দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিতসাধীন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে উচ্ছ্বাসে পরিপূর্ণ ইদ আনন্দ

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নিহত দুই যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে তারেক রহমানের উপহার পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবার

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675