অনলাইন ডেস্কঃ বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন রাগী না মিশুক? এমন একটা প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মাথায় ঘুরতেই পারে। সাংবাদিক সম্মেলনে বিসিবি সভাপতি খুবই আন্তরিক। কড়া প্রশ্নের জবাবও ঠাণ্ডা মাথায় দিয়ে থাকেন। আবার প্রশাসনিক ক্ষেত্রে তিনি বেশ কঠোর বলেই গুঞ্জন আছে।
তবে বিসিবি সভাপতি নিজেকে রাগী বলতে মোটেও রাজি নন।
আজ শনিবার মিরপুর শেরে বাংলায় কোয়াবের বার্ষিক সাধারণ সভায় পাপন বলেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি… আর বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী।
সেদিন একটি অনুষ্ঠানে গেলাম। সবার খুব অনুরোধ- আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে!’
সেই অনুষ্ঠানে পাপনকে রাগী ভেবেই অন্যরা সমীহ করছিলেন।
যেটা পাপন জানতে পারেন অনুষ্ঠান শেষ হওয়ার পর। তার ভাষায়, ‘আমি বললাম কী ব্যাপার? আমার আশেপাশে সব চেয়ার খালি… আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে আসছি, বলে- ‘‘আমরা ভয় পাচ্ছিলাম আপনি অনেক রাগী।’’ আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে খুব ঘনিষ্টভাবে মিশি।’