• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৫:২৬

শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। এবার ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলার সময় মেগাস্টার শাকিব খানের বরবাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বুবলী।

বুবলী বলেন, ‘বরবার; একটি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল। সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার কাটকাট অবস্থা।

আরও পড়ুনঃ  মায়ের মৃত্যুর খবর ছড়াতেই যে প্রতিক্রিয়া জানালেন জ্যাকুলিন

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে এটা আমাদের ইন্ড্রাস্টির জন্য গর্ব করার বিষয়। আমি চাই এভাবে বরবাদ চলুক পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক।

‘উনার সম্পের্কে যতই বলবো কম হবে। শাকিব খান আমাদের ইন্ড্রাস্টির জন্য এমন বড় একটি নাম যতই বলবো ততই কম হবে। উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেনে যে উনি কতটা ভালোবাসার মানুষ। বাংলার মানুষের কাছে যে উনি কতটা প্রিয় যেভাবে সবগুলো শো ভালো যাচ্ছে আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের।’

আরও পড়ুনঃ  এখনও অ্যাওয়ার্ড না পেলে বাড়ি ফিরে কেঁদে ফেলি : ঋতুপর্ণা

জংলি সিনেমা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘জংলি তো আমরা দেখব আমাদের যে পারিবারিক সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবেসা সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি।’

আরও পড়ুনঃ  নানান চমকে হানিফ সংকেতের ঈদের ‘ইত্যাদি’

তার কথায়, ‘আমরা জংলি টিম হিসেবে অনেক অনেক শুভকামনা জানায় বরবাদ টিমের জন্য। এছাড়া সবগুলো সিনেমা যেগুলো এসেছে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675