অনলাইন ডেস্ক : কয়েকদিন আগে পুরো আর্জেন্টিনা ফুটবল দলের তোপের মুখে পড়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আলবিসেলেস্তেদের গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। সেই কথার লড়াই কথায় থাকেনি, অনেকটা শারিরীক আক্রমণেরও শিকার হয়েছেন সেলেসাও তারকা। তার রেশ না কাটতেই রাফিনিয়া এবার মুখোমুখি হতে যাচ্ছেন ‘সেমি-আর্জেন্টিনা’র!
স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে দ্বিতীয় আর্জেন্টিনা বললে ভুল হবে না। স্বদেশি ক্লাবের বাইরে মাদ্রিদের এই দলেই সম্ভবত সবচেয়ে বেশি আর্জেন্টাইন খেলছেন। ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলা দলের পাঁচজন অ্যাতলেটিকোর প্রায় নিয়মিত মুখ। তারা হচ্ছেন– নাহুয়েল মোলিনা, রদ্রিগো ডি পল, জিওলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া ও হুলিয়ান আলভারেজ। ফলে জার্সি কিংবা দলীয় পরিচয় বদলালেও, রাফিনিয়ার সঙ্গে তাদের মনস্তাত্ত্বিক লড়াই থাকাটা অসম্ভব কিছু নয়!
আগামীকাল দিবাগত রাত দেড়টায় কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম লেগে দুই দল ৪-৪ গোলের রুদ্ধশ্বাস এক ম্যাচ খেলেছিল। ফলে দ্বিতীয় লেগের ফলাফলের ওপর নির্ভর করছে কোন দল ফাইনালে যাবে। ইতোমধ্যে প্রথম সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে দ্বিতীয় লেগে তাদের সঙ্গে রিয়াল সোসিয়েদাদের রোমাঞ্চকর ম্যাচ শেষ হয় ৪-৪ ব্যবধানে। প্রথম লেগে ১-০ গোলে জেতায় শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পায় লস ব্লাঙ্কোসরা।
এখন প্রশ্ন আসতে পারে জাতীয় দলের খেলায় সৃষ্ট দ্বৈরথ ক্লাব ফুটবলেও ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়রা টেনে নেবেন কি না। সেটি নিশ্চিতভাবে বলা না গেলেও, রাফিনিয়া কিংবা রদ্রিগো ডি পলরা পরস্পর বিপরীত প্রতিক্রিয়া থেকে কতটা বের হতে পেরেছেন সেই সংশয় থেকেই যায়। মার্চ উইন্ডোর আন্তর্জাতিক ব্যস্ততা শেষে অ্যাতলেটিকো এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া লা লিগার ম্যাচটি খেলেছেন ডি পল, আলভারেজ, মোলিনা ও সিমিওনেরা।
অন্যদিকে, একই সময়ে দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। তবে কোনোটিতেই রাফিনিয়াকে খেলাননি কোচ হ্যান্সি ফ্লিক। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন এসব ম্যাচে ব্রাজিল তারকাকে বিশ্রামে রাখার কথা। তবে অ্যাতলেটিকোর বিপক্ষে বার্সার সেমিফাইনাল ম্যাচটি গুরুত্বপূর্ণ। সে কারণে রাফিনিয়া অবশ্যই এদিন খেলবেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন ফ্লিক। অনুশীলনেও তাকে পুরোদমে মনোযোগী দেখা গেছে।
কোপা দেল রেতে অ্যাতলেটিকোর বিপক্ষে সর্বশেষ ম্যাচটি হয়েছিল বার্সেলোনার মাঠ অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে। এবার তারা ফিরতি ম্যাচ খেলতে নামবে অ্যাতলেটিকোর মাঠ মেট্রোপলিটন স্টেডিয়ামে। নিঃসন্দেহে দুই দলের ফাইনালে ওঠার এই দ্বৈরথও রোমাঞ্চকর হতে চলেছে!