স্টাফ রিপোর্টার : মৃদ্যু তাপপ্রবাহে তেতে উঠেছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। গেল দুইদিন থেকে একই তাপমাত্রা বয়ে যাচ্ছে। তবে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
বুধবার (২ এপ্রিল) রাজশাহীতে সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর তিনটা ও সন্ধ্যায় ছয়টাতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও মঙ্গলবার (১ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সোমবার ইদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শুক্রবার (২৮ মার্চ) রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর এটিই ছিল চলতি মৌসুমে ধারণ করা রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা।
সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি থাকলে তাকে মৃদু তাপদাহ, ৩৮ থেকে ৪০ পর্যন্ত মাঝারি তাপদাহ, ৪০ থেকে ৪২ পর্যন্ত তীব্র তাপদাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলে সেটিকে অতি তীব্র তাপদাহ বলা হয়।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম জানিয়েছেন, এমন অসহনীয় তাপমাত্রা অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে বৃষ্টি হলে এই তাপমাত্রা কমে আসবে।#