স্টাফ রিপোর্টার : ইদ শেষে ঢাকাসহ বিভিন্ন দুরপাল্লার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া রুখতে রাজশাহীর বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ। এসময় অতিরিক্ত ভাড়া আদায় রুখতে বেশ কয়েকটি কাউন্টারের কর্মচারি ও ব্যবস্থাপকদের সতর্ক করা হয়।

বুধবার (২ এপ্রিল) দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ২৯ মার্চ অনলাইনে বেশি ভাড়া প্রদর্শন করায় গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন ৩৪ ধারা অনুযায়ী প্রত্যেকটি বাসে ভাড়া প্রদর্শন করে চার্ট টাঙানো থাকবে। এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে বাস কাউন্টারগুলোকে জানানো হয়েছে ।
তিনি আরও জানান, বিভিন্ন বাস কাউন্টারগুলোতে বিভিন্ন রুটের বিআরটিএর নির্ধারিত ভাড়া তা চার্ট আকারে টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই চার্ট টাঙানো না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#