• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নারী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৪:৩৯

রাজশাহীতে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নারী আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল কলোনীতে শিশুকে অপহরণের অভিযোগে লুবনাত জাহান লাবনী (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ওই নারীকে পরে চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (২ এপ্রিল) ১১টার দিকে শিরোইল কলোনির ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। শিরোইল কলোনী এলাকার শামিম হোসেন জনির মেয়ে মরিয়মকে অপহরণের চেষ্টা করে।

আরও পড়ুনঃ  বাঘায় বিএনপির নামধারী সন্ত্রাসীর বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন

মরিউমের মা আকতার বানু ময়না জানান, সকালে তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন, তখন অপহরণকারী নারী তাদের বাসায় ঢুকে পড়ে। এসময় মরিয়মের বড় মেয়ে অন্তরা (৮) চিৎকার করে জানান যে, একটি নারী মরিউমকে কোলে করে নিয়ে যাচ্ছে। নিচে নেমে এসে মরিয়মের মা দেখতে পান, ওই নারী বাচ্চার গলায় কেচি ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছিল।

আরও পড়ুনঃ  তানোর বিএনপির নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ও অসন্তোষ

তবে এই পরিস্থিতিতে মরিয়মের বাবা শামিম হোসেন জনি এগিয়ে আসলে, অপহরণকারী নারী তাকে কেচি দিয়ে আঘাত করে এবং তার শরীরে খামচি দিয়ে জখম করে। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে অপহরণকারী নারীকে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে। এর আগে অপহরণকারীর হাতে থাকা একটি ব্যাগ তল্লাশী করে একটি কাপড় কাটা কেচি, গাঁজা খাওয়া কলকি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে স্থানীয়রা।

আরও পড়ুনঃ  নগরীতে ঈদে নাশকতার কোনো শঙ্কা নেই: র‍্যাব-৫

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাবনীকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ না দেওয়ায়, অভিযুক্ত নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নিখোঁজ অনন্যা স্বামীকে নিয়ে ফিরে এলো বাড়িতে
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675