• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চলতি বছর ঘরের মাঠে দুই দেশের বিপক্ষে সিরিজ খেলবে ভারত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৬:১১

চলতি বছর ঘরের মাঠে দুই দেশের বিপক্ষে সিরিজ খেলবে ভারত

অনলাইন ডেস্ক : চলতি বছর ঘরের মাঠে যেসব সিরিজ খেলবে ভারত তার সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ বছর রোহিত শর্মা-বিরাট কোহলিরা নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে।

বছরের শেষের দিকে এই দুই দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। আগামী নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে আসবে দক্ষিণ আফ্রিকা। ১৪ নভেম্বর থেকে দিল্লি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ নভেম্বর থেকে।

আরও পড়ুনঃ  একাদশেই ছিলেন না, সেই নাসিমই ব্যাটিং শেখালেন বাবর-রিজওয়ানদের!

এরপর প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। খেলা হবে রাঁচি (৩০ নভেম্বর), রায়পুর (৩ ডিসেম্বর) ও বিশাখাপত্তনমে (৬ ডিসেম্বর)। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। ওয়ানডে সিরিজ শেষে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুনঃ  এবার দল কিনলেন শচীন কন্যা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দফায় ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ২ অক্টোবর, ভেন্যু আহমদাবাদ। ১০ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কলকাতায়।

আরও পড়ুনঃ  প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত

এরপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ডিসেম্বরে আবার ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৯ ডিসেম্বর কটকে শুরু হবে এই সিরিজটি। এ ছাড়া চণ্ডীগড় (১১ ডিসেম্বর), ধর্মশালা (১৪ ডিসেম্বর), লক্ষ্ণৌ (১৭ ডিসেম্বর), আহমেদাবাদে (১৯ ডিসেম্বর) হবে সিরিজের বাকি চারটি ম্যাচ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675