স্টাফ রিপোর্টার : ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএ’র রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে ৮২০ টাকা লেখা থাকলেও নন-এসি বাসের ভাড়া নির্ধারিত রয়েছে ৬৯০ টাকা। অথচ অনেক যাত্রীর কাছ থেকে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে।’
এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টারে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনের চারটি গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করে। এর আগে, ভাড়ার তালিকা প্রকাশ না করা ও অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল।
এছাড়াও, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।