ঢাকাSunday , 21 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না হাসান আলীর

Asha Mony
May 21, 2023 9:17 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম…পাকিস্তান দলের বর্তমান পেস বোলিং আক্রমণটা দুর্দান্তই বলতে হবে। এ আক্রমণের নেতৃত্বে আছেন আফ্রিদি। তাঁর নেতৃত্বে ভালো করছেন রউফ-নাসিমরা। বিশ্বকাপের আগে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছেন তাঁরা সবাই।

গোছানো এই পেস বোলিং আক্রমণে বিশ্বকাপের আগে নিজের জায়গা আর দেখতে পাচ্ছেন না পাকিস্তানের আরেক ফাস্ট বোলার হাসান আলী। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কারণেই অনেকটা হতাশা নিয়ে তিনি বলেছেন, বিশ্বকাপে হয়তো খেলা হবে না তাঁর।

২৮ বছর বয়সী হাসান আলী বিশ্বকাপে নিজের জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘পিসিবির পরিকল্পনায় আমি আছি বলে এ মুহূর্তে মনে হচ্ছে না। সত্যি বলতে কি, আমার মনে হচ্ছে না বিশ্বকাপ দলে আমি থাকব।’

কেন এমনটা মনে হচ্ছে, সেই ব্যাখ্যা দিতে গিয়ে হাসান আলী প্রথমে বলেছেন, ‘টুর্নামেন্টটি খুব দ্রুত এগিয়ে আসছে। এই মেগা ইভেন্টের জন্য এরই মধ্যে হয়তো দল চূড়ান্ত হয়ে গেছে। আমাদের হাতে (বিশ্বকাপের আগে) খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই। এশিয়া কাপের তো এখনো ভেন্যুই অনিশ্চিত। সময় খুব দ্রুত চলে যাচ্ছে।’

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬০টি ওয়ানডে খেলে ৩০.৩৬ গড়ে ৯১ উইকেট নিয়েছেন হাসান আলী। টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচের ক্যারিয়ারে ২৩.৫৬ গড়ে নিয়েছেন ৬০ উইকেট। আর টেস্টে ২২ ম্যাচ খেলে ২৫.৫৭ গড়ে তাঁর উইকেট ৭৮টি।

শুধু বিশ্বকাপই নয়, লাল বলের ক্রিকেটেও নিজের ভবিষ্যৎ নিয়ে একটু যেন দ্বিধায় আছেন হাসান আলী, ‘পাকিস্তানের হয়ে বর্তমানে যে বোলাররা খেলছে, তারা অসাধারণ পারফর্ম করছে। দলে জায়গা পাওয়া তাদের প্রাপ্য। জাতীয় দলে আমি নিজের জায়গা পাওয়ার বিষয়ে অনিশ্চিত। লাল বলের ক্রিকেটেও দলে জায়গা পাব কি না, আমি সে ব্যাপারে নিশ্চিত নই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০