• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে ৪ পরিবহনকে জরিমানা

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৭:২৫

অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে ৪ পরিবহনকে জরিমানা

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন থেকে কড্ডার মোড় হয়ে যমুনা সেতুর পশ্চিম পাড় এবং উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৫ জন

শুক্রবার (৪ এপ্রিল) সড়কে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, নির্ধারিত স্থানে যাত্রী ওঠা-নামা না করানো এবং ফিটনেসহীন গাড়ি চলাচলের অভিযোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেওয়া হবেনা : তথ্য উপদেষ্টা

অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।

এ সময় হাইওয়েতে চলাচলরত সিএনজি ও থ্রি-হুইলার চালকদের সতর্ক করা হয় এবং আইন অনুসারে চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, সড়কে নিরাপত্তা, যাত্রীসেবা ও নির্ধারিত নিয়ম মানতে বাধ্য করতে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675