• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শেরপুরে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৭:৫১

শেরপুরে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে সাদাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

সাদাত ধুনট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা একই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক।

আরও পড়ুনঃ  মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে নানার বাড়ি শেরপুরের সূত্রাপুর গ্রামে বেড়াতে আসে সাদাত। সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে পড়ে যায় সে। নদীর পানি কম থাকলেও পাশে গভীর খাদ থাকায় ডুবে যায়। শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ভাই নিহত

সাদাতের নানা মোখলেসুর রহমান বলেন, ‘সকালবেলা আমাদের অজান্তেই সাদাত বাড়ি থেকে বেরিয়ে যায়। নদীতে তেমন স্রোত ছিল না, কিন্তু সে সাঁতার জানত না।’

আরও পড়ুনঃ  বাংলাদেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেওয়া হবেনা : তথ্য উপদেষ্টা

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675