• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৮:০৭

বাগমারায় মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে একডালা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলার আয়োজন করে একডালা উদয়ন সংঘ। ফাইনাল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে পবা উপজেলার বায়া বাজার স্পোটিং ক্লাব এবং বাগমারা উপজেলার বৈলসিংহ একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে বায়া বাজার স্পোর্টিং ক্লাব। খেলা শেষ একডালা উদয়ন সংঘের সভাপতি মাহাবুব রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সালেকুজ্জামানা সাগর। গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম মন্ডল, সহকারী অধ্যাপক মতিউর রহমান, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জুয়েল, গনিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, বিএনপি নেতা মকসেদ আলী, সাফিক্স প্রি কিন্ডারগার্টেন এর পরিচালক জাকিরুল ইসলাম, একডালা উদয়ন সংঘের সদস্য আবু সায়েম, আফজাল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। খেলায় প্রধান রেফারি ছিলেন, মিঠু ঘোষ। ধারাভাষ্যে ছিলেন আমিনুল ইসলাম মিস্টার, হান্নান শাহ এবং মকবুল হোসেন মিনু। মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মরণে ৮ দল নিয়ে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675