স্টাফ রিপোর্টার,ফরিদপুর : বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ভারত বাংলাদেশের শত্রু প্রতীম কোন দেশ নয় বন্ধু প্রতীম দেশ। আমরা কখনও ভাবিনা ভারত আমাদের শত্রু। কিন্তু আওয়ামী লীগ সরকার ভারত বাংলাদেশর সম্পর্ক প্রভুত্ব ও দাসত্ব বাদে আটকে রেখেছিল। শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত নতজানুর আজ্ঞাবহ সরকারের ভূমিকা পালন করেছে।
শুক্রবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার ইমদাদুল হক বিপ্লবের বাড়িতে তার পিতার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিতে গিয়ে এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
কৃষক দলের সাধারণ সম্পাদক আরও বলেন, জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইউনুস সরকার ভারত বিরোধী সেন্টিমেন্টালের প্রতি সজাগ দৃষ্টি রেখে সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে মর্যাদা সম্পন্ন প্রথম বৈঠক শুক্রবার করেছেন। আমরা চাই এক সাগরের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠনের মধ্যে দিয়ে ভারতের সাথে বাংলাদেশের দাসত্ববাদ শৃঙ্খল ভেঙে সৌহার্দ্য সুসম্পর্ক বজায় রেখে চলবে। কিন্তু ভারত যদি মনে করে আওয়ামী লীগ সরকারের সময়ে তারা যেমনটি চেয়েছিল তেমনটি নতজানু হয়ে ফিরে পাবে তাহলে এদেশের জনগণ তা কখনও মেনে নিবে না। সমতার ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট থাকুক এটা বাংলাদেশের মানুষের চাওয়া হলেও হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এটাও বুঝতে হবে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।