অনলাইন ডেস্ক : আফগানিস্তানের খোস্ত প্রদেশের এক ব্যক্তি নিজের বয়স ১৪০ বছর বলে দাবি করেছেন। যদি এটি সত্যি হয় তাহলে তিনি বিশ্বে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হবেন।
আকিল নাজের নামের এ বৃদ্ধ এমন দাবি করার পর বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে খোস্ত প্রদেশের স্থানীয় তালেবান সরকার।
আকিল নাজের জানিয়েছেন, আফগানিস্তান যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন তার বয়স ৩০ বছর ছিল।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই বৃদ্ধ জানিয়েছেন ১৯১৯ সালে অ্যাংলো-আফগান যুদ্ধের সময় তিনি ৩০ বছর বয়সী টগবগে যুবক ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে এ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রাজা আমানুল্লাহ খান।
বৃদ্ধ নাজির বলেছেন, “আমি রাজা আমানুল্লাহ খানের সঙ্গে রাজ প্রাসাদে ছিলাম। ওই সময় আমার বয়স ৩০ ছিল। আমার মনে আছে তখন বৃটিশরা পালিয়ে গিয়েছিল এবং আমাদের কাছে হার মেনেছিল।”
তিনি আরও বলেন, “সবাই খুশি হয়েছিল। ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার সবাই তাকে ধন্যবাদ জানিয়েছিল। অনেক নেতা আমাদের রাজপ্রাসাদে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন সবাই মারা গেছেন।”
বৃদ্ধ নাজিরের নাতি খায়েল ওয়াজির বলেন, “আমার বয়স এখন ৫০। আমি তার নাতি। আমারও নাতি আছে।”
খোস্ত প্রদেশের তালেবান সরকারের মুখপাত্র মুস্তাগফার গুরবাজ বলেছেন, এ বৃদ্ধের দাবির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছেন তারা। এজন্য সিভিল রেজিস্ট্রেশনের একটি দলকে কাজে লাগানো হয়েছে। তালেবানের এ মুখপাত্র জানিয়েছেন, যদি তারা এটির সত্যতা পান তাহলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে তার নাম তালিকাবদ্ধ করতে সহায়তা করবেন তারা।
এদিকে এই আফগান বৃদ্ধের দাবি সত্যি হলে তিনি সর্বোচ্চ দিন বাঁচার রেকর্ড গড়বেন। বর্তমানে এ রেকর্ডটি আছে জিন কালমেন্ট নামে এক ব্যক্তির। তিনি ১৮৭৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৭ সালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১২২ বছর।
এরআগেও বিভিন্ন মানুষ নিজেকে সবচেয়ে বয়স্ক হিসেবে দাবি করেছেন। তবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাদের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি।