• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

লিটন-তাসকিনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন সুজন

প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৪:৩১

লিটন-তাসকিনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন সুজন

অনলাইন ডেস্ক : গেল বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টি দলের অধিরায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর নতুন করে এখনো কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।

টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের নেতৃত্বের খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে খালেদ মাহমুদ সুজন ভরসা রাখছেন তাসকিনের সম্ভাবনায়।

আরও পড়ুনঃ  সিরিজ হারের পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে তাসকিন ইস্যুতে তিনি বলছিলেন, ‘ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।’

আরও পড়ুনঃ  এবার ‘সেমি-আর্জেন্টিনা’র বিপক্ষে খেলতে নামছেন রাফিনিয়া

‘যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ  দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের

নেতৃত্বের এই সম্ভাব্য তালিকায় লিটন দাসও আছেন। লিটনকে নিয়ে সুজন বলছিলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675