• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ :ভ্যান চালকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৫:০৫

বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ :ভ্যান চালকের মৃত্যু

মোহা. আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাবাসপুর গ্ৰামের মৃত নওয়াব আলীর ছেলে মাজদার হোসেন (৬০)।

শুক্রবার ০৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সাজির বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাজদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই সমঝোতার চেষ্টা চলছিল বলে জানান নিহতের পরিবার। রাত সোয়া ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হুমায়রা জেরিন নিপুণ জানান, রাত ৭টায় জরুরি বিভাগে নিয়ে আসে। ধারণা করা হয় সে রাস্তার মধ্যে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি আত্নীয় আহাদ আলী জানান, রাজশাহী থেকে বাঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। ঘটনা পর চালক পালিয়ে যায়। বাসের নাম দুলদুল এন্টারপ্রাইজ (কুমিল্লা -জ-০৪-০০৯৪)

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার কথা জানানো হলেও নিহতের ছেলে রাব্বি হোসেন জানান, মালিক পক্ষ থেকে সমাঝোতার কথা বলছেন। হয়তো সমাঝোতা হতে পারে। তবে অর্থের বিনিময়ে কি-না,সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি কোন পক্ষই।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৫ জন

বাঘা থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এসে থানায় স্বাক্ষী নেওয়ার কারণে হাসপাতালে লাশের কাছে যেতে বিলম্ব হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675