ঢাকাSunday , 21 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

আইটেম গানে নাচতে নেবেন ৫ কোটি! তমন্নার দাবি শুনে কী করলেন পরিচালক?

Asha Mony
May 21, 2023 9:41 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ প্রায় দু’দশক হল হিন্দি এবং দক্ষিণী ছবিতে চুটিয়ে কাজ করছেন তমন্না ভাটিয়া। পারিশ্রমিকের দিক থেকেও অনেককে টেক্কা দিচ্ছেন তিনি। কোন ভূমিকায় অভিনয় করতে কত টাকা দাবি করেন তিনি— এ নিয়ে বাজার চলতি কিছু গুজবও রয়েছে। যেগুলির মধ্যে একটি সম্প্রতি মুখে মুখে ঘুরছিল।

নন্দামুরি বালকৃষ্ণ অভিনীত ছবি ‘এনবিকে১০৮’- এর একটি গানে পারফর্ম করার জন্য নাকি ৫ কোটি টাকা চেয়েছিলেন তমন্না! অনিল রবিপুড়ু ছবিটির পরিচালক। কিন্তু তমন্না সত্যিই কি এত অঙ্ক হেঁকেছিলেন? কানে যেতেই তমন্না অবশ্য এ কথা অস্বীকার করলেন। তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে স্পষ্ট জানালেন, এই তথ্য ‘ভিত্তিহীন’। তাঁর টুইটে ক্ষোভের সুর স্পষ্ট। অভিনেত্রী লিখলেন, “অনিল রবিপুড়ু স্যরের সঙ্গে কাজ করতে সব সময় ভালবাসি। তিনি এবং নন্দামুরি বালাকৃষ্ণ স্যর, দু’জনের প্রতিই আমার গভীর শ্রদ্ধা আছে। তাই আমাকে নিয়ে এবং তাঁদের নতুন ছবিতে গানের দৃশ্যে অভিনয় করা নিয়ে এই ধরনের ভিত্তিহীন প্রতিবেদন পড়লে হতাশ লাগে।”

আগে রটেছিল, ছবিতে কাজ করার জন্য পরিচালক প্রস্তাব দিয়েছিলেন তমন্নাকে, কিন্তু এত টাকা চান তমন্না, যাতে অনিল পিছিয়ে আসেন, হতাশও হন। সে কথাও অস্বীকার করলেন অভিনেত্রী।

গত কয়েক বছরে তমন্না বার বার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্কের গুজবের কারণে। দ্বিতীয় বারের জন্য কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটবেন তিনি। তার পরই ফিরে যাবেন তাঁর আগামী ছবি ‘ভোলা শঙ্কর’-এর শুটিংয়ে। সুইৎজ়ারল্যান্ডে শুটিং, সেখানেই গিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। শীঘ্রই এক মালয়ালম ছবিতেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০